• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

দেশে পৌঁছেছে শিশুদের করোনার টিকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০৮:১২ পিএম
দেশে পৌঁছেছে শিশুদের করোনার টিকা

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের করোনার টিকার প্রথম চালান দেশে এসে পৌঁছেছে।

শনিবার (৩০ জুলাই) করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পাঁচ থেকে ১১ বছরের শিশুদের টিকা প্রয়োগ আগস্টেই শুরু হবে। প্রথম দফায় ১৫ লাখ দুই হাজার ৪০০ ডোজ টিকা দেশে এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে জায়গা ও সময় নির্ধারণ করা হবে।

প্রাথমিকভাবে পাঁচ থেকে ১১ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে এই টিকা কর্মসূচির আওতায় আনা হবে।
 

Link copied!