• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশে পৌঁছাল সিনোফার্মের আরও ২০ লাখ টিকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৮:০৯ এএম
দেশে পৌঁছাল সিনোফার্মের আরও ২০ লাখ টিকা

করোনা মহামারি প্রতিরোধে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে।

সোমবার (৩০ আগস্ট) রাত ২টার পর সিনোফার্মের টিকা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন। 

বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। এছাড়া চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।

বিভিন্ন দেশ এবং সংস্থা থেকে পাওয়া এবং কেনা সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা করোনা প্রতিরোধে দেশের নাগরিকদের দেওয়া হচ্ছে।

গত ১৯ জুন দেশে সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু হয়। সে সময় মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হয়।

Link copied!