• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশের প্রকৃত নদীর তালিকা চেয়েছেন হাইকোর্ট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০২:২২ পিএম
দেশের প্রকৃত নদীর তালিকা চেয়েছেন হাইকোর্ট

দেশে প্রকৃত নদীর সংখ্যা কত তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সব নদীর পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২১ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নদী রক্ষা কমিশনকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী পক্ষের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আগামী ৬ মাসের মধ্যে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং দেশের সব জেলা প্রশাসককে সংশ্লিষ্টদের মাধ্যমে এ রিপোর্ট দাখিল করতে হবে।”


 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!