• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

দেড় কেজি সোনা ও ২৭৩ আইফোনসহ যাত্রী আটক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২, ০৩:৫৩ পিএম
দেড় কেজি সোনা ও ২৭৩ আইফোনসহ যাত্রী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ব্র্যান্ডের নামীদামি ৩৫০টি মোবাইল ফোনসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। এছাড়া তার কাছ থেকে দেড় কেজি ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের উপকমিশনার (ডিসি) মো. সানোয়ার কবীর।

তিনি জানান, এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ নামে একটি ফ্লাইটে দুবাই থেকে আসা এক যাত্রী বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। আমাদের কাছে গোপন খবর ছিল, ওই যাত্রী দুবাই থেকে অবৈধ ফোন ও স্বর্ণালংকার নিয়ে আসছেন।

পরে তাকে আটক করা হয়। তার কাছে থাকা ৬টি লাগেজ তল্লাশি করে ২৭৩টি আইফোন, স্যামসাং নোট২০, গুগল পিক্সেলসহ ৩৫০টি মোবাইল ফোনসেট পাওয়া যায়। এছাড়া ওই যাত্রীর কাছে প্রায় ১ কেজি ৬০০ গ্রাম স্বর্ণালংকার এবং সোনার বার পাওয়া যায়। পরে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

অত্যাধুনিক মোবাইল ফোন এবং স্বর্ণালংকার ও সোনার বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা। ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন এবং ফৌজদারি আইনে দুটি মামলা করা হবে বলে তিনি জানান ও কর্মকর্তা।

Link copied!