• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
নিউমার্কেট সংঘর্ষ

তীব্র যানজট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ০২:২৮ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। সংঘর্ষ ছড়িয়ে পড়ায় আশপাশ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর মিরপুর এলাকায় রাস্তা বন্ধ রয়েছে। এছাড়া নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকা দিয়েও যান চলাচল বন্ধ রাখা হয়। এতে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছে সাধারণ মানুষ। কোনো কোনো সড়কে গণপরিবহনের উপস্থিতিও কম দেখা গেছে। 

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনের সামনের সড়কে যানজটে আটকা পড়েছে বাসসহ বিভিন্ন গণপরিবহন। ফার্মগেট থেকে কারওয়ান বাজার এলাকাতেও দীর্ঘ যানজট দেখা গিয়েছে। রমজান মাসের তীব্র গরমে দীর্ঘ যানজটে  বিপাকে পড়েছে জনজীবনও।

এর আগে সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে, যা চলে ভোর পর্যন্ত।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে মারধর করা হয়েছে, এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় যান ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। পরে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

Link copied!