ঢামেকের কাছে বকেয়া টাকা চেয়ে হোটেলগুলোর আল্টিমেটাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:১৭ পিএম
ঢামেকের কাছে বকেয়া টাকা চেয়ে হোটেলগুলোর আল্টিমেটাম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) চিকিৎসক, নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিন সেবাদানকারী ৩০টি আবাসিক হোটেল তাদের বকেয়া ১৭ কোটি টাকা চেয়েছে সময় বেঁধে দিয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে টাকাগুলো পরিশোধ করতে বলেছে তারা।

সোমবার (২১ জুন) ঢাকা মেডিক্যালের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে এ আল্টিমেটাম দেয় আবাসিক হোটেল মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন।

এ সময় তারা বলেন, “১৭ কোটি টাকা বিল ৩ মাসের, যা ১১ মাসেও পরিশোধ করেনি ঢামেক কর্তৃপক্ষ। আগামী ৩০ জুনের মধ্যে এই বিল পেতে চান হোটেল ৩০টির কর্তৃপক্ষ। মানববন্ধন শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর একটি স্মারকলিপিও দেয়া হয়।”

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান খালেদুর রহমান বলেন, “করোনা শুরুতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সঙ্গে চুক্তি হয়েছিল, সে চুক্তি অনুযায়ী চিকিৎসকেরা হোটেলগুলোতে কোয়ারেন্টিন সেবা নিয়েছিল। চুক্তি অনুযায়ী ৭-১০ দিনের মধ্যে বিল পরিশোধে কথা ছিল। তবে এখন এটি পরিশোধ করা হয়নি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাইনি। তাই এক প্রকার নিরুপায় হয়েই এই কর্মসূচি দেয়া।”

তিনি আরো বলেন, “যেহেতু ২০২০-২০২১ অর্থ বছর আগামী ৩০ জুন শেষ হতে যাচ্ছে। তাই জুন মাসের মধ্যে আমাদের প্রাপ্য বিল পরিশোধ না হওয়ায় কোয়ারেন্টিন বাবদ বরাদ্দকৃত টাকা ফেরত চলে যাবে। এই অবস্থায় আমাদের একটায় দাবি ৩০ জুনের মধ্যে পরিশোধ করুন।”

করোনায় আক্রান্তদের সেবা করতে গিয়ে সংক্রমিত স্বাস্থ্যকর্মীদের জন্য হোম কোয়ারেন্টিন নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় হাসপাতালগুলো ফাইভ স্টার ও থ্রি মানের হোটেলের ব্যবস্থা করে। অন্যান্য হাসপাতাল হোটেলগুলোর বিল পরিশোধ করলেও ব্যতিক্রম শুধু ঢাকা মেডিক্যাল কলেজ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!