• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকায় দুর্ঘটনায় বিধ্বস্ত সেনাবাহিনীর হেলিকপ্টার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২২, ০৭:১৯ পিএম
ঢাকায় দুর্ঘটনায় বিধ্বস্ত সেনাবাহিনীর হেলিকপ্টার

ঢাকার নবাবগঞ্জে দুর্ঘটনায় পড়েছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার বেলা ১টার দিকে নবাবগঞ্জ উপজেলার একটি ধানক্ষেতে পড়ে আর্মি এভিয়েশনের বেল-২০৬ হেলিকপ্টারটি।

আইএসপিআর জানিয়েছে, হেলিকপ্টারের উভয় পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামসকে উদ্ধার করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তাদেরকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয়েছে।”

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে ‘ইমার্জেন্সি ল্যান্ডিং প্রসিডিউর’ অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।

স্থানীয় পুলিশ দুর্ঘটনাস্থল পাহারা দিচ্ছে জানিয়ে আইএসপিআর জানিয়েছে, এছাড়া পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস থেকে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

এদিকে ধানক্ষেতে হেলিকপ্টারটি পড়ার পরপরই উৎসুক জনতার ভিড় জমে। সেখানে থাকা কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বসির আহমেদ জানান, ভাঙ্গাভিটা গ্রামে ইছামতী নদীর দক্ষিণ পাড়ে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, “আমি দ্রুত স্থানীয়দের সহায়তায় হেলিকপ্টার থেকে পাইলট মেজর শামসসহ দুইজনকে উদ্ধার করি। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্য একটি হেলিকপ্টারে করে এসে আহত ওই দুইজনকে উদ্ধার করে নিয়ে যায়।”

Link copied!