• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

ডিবি কার্যালয়ে প্রিন্স মুসা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৪:২১ পিএম
ডিবি কার্যালয়ে প্রিন্স মুসা

ডিবির ডাকে সাড়া দিয়ে প্রতারণার একটি মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কার্যালয়ে হাজির হয়েছেন বাংলাদেশের ধনকুবের মুসা বিন শমসের। 

মঙ্গলবার বিকেল ৩টা ২৫ মিনিটে মুসা বিন শমসের, তার স্ত্রী শারমিন চৌধুরী, ছেলে জুবেরী হাজ্জাজ একটি গাড়িতে করে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।  

ডিবির অতিরিক্ত ডিআইজি হারুনুর রশিদ জানান, আজ (মঙ্গলবার) সাড়ে ৩টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।  

সম্প্রতি অতিরিক্ত সচিব পরিচয়দানকারী আবদুল কাদের নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি। তার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতেই মুসা বিন শমসেরকে ডাকে ডিবি। 

এর আগে সোমবার (১১ অক্টোবর) জানা গিয়েছিল মঙ্গলাবার (১২ অক্টোবর) কাদেরের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে মুসা বিন শমসেরকে। প্রতারক এই আবদুল কাদের ধনকুবের মুসা বিন শমসেরের আইন উপদেষ্টা হিসেবে নিজের পরিচয় দিতেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!