• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৫:৫৫ পিএম
ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ ডিসেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে এদিন ডিএসইতে কমেছে লেনদেন।

এর আগে গত রোববার ও সোমবার সূচকের বড় পতন হয়েছিল পুঁজিবাজারে।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫৭ পয়েন্টে। আর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে যথাক্রমে ১৪৩৬ ও ২৫৩৮ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৬৫২ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস অর্থাৎ সোমবারের চেয়ে ১৫৫ কোটি টাকা কম। 

এর আগের দিন ডিএসইতে মোট ৮০৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়েছিল।

এছাড়া মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৬টি কোম্পানির এবং কমেছে ১৪৭টি কোম্পানির। পাশাপাশি অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দর।

Link copied!