• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডাকাতের অস্ত্রের আঘাতে বাবা-ছেলে আহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৩:৫০ পিএম
ডাকাতের অস্ত্রের আঘাতে বাবা-ছেলে আহত

রাজধানীর ডেমরায় ডাকাতের দায়ের কোপে দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন শহিদুল ইসলাম (৬৫) ও তার ছেলে সোহেল রানা (২৮)। তারা সম্পর্কে বাবা-ছেলে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোর ৪টায় ডেমরার আহমেদনগর এলাকা থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

আহত শহিদুল ইসলামের জামাতা সজীব রহমান বলেন, “গত (বুধবার) রাত আড়াইটার দিকে দরজা ভেঙে ৭-৮ জন ডাকাত বাসায় ঢোকে। পরে শব্দ শুনে আমার শ্বশুর ঘুম থেকে উঠলে তাকে রামদা দিয়ে কোপ দেয় ডাকাতরা। এরপর আমার শ্যালক এলে তাকেও কোপ দেয়। পরে পাশেই থাকা মামাশ্বশুর শব্দ পেয়ে বের হয়ে এলে তারা পালিয়ে যায়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।”

সজীব রহমান আরও বলেন, “ এ সময় তাদের মুখ বাঁধা ছিল। তাই ডাকাতদের কাউকের চেনা যায়নি। তাদের হাতে ধারালো অস্ত্র ও রড ছিল।” 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “আজ ভোরের দিকে দুজনকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হয়। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে তারা আহত হন।”

বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!