ছাত্রদলের সাবেক সভাপতিকে আটকের অভিযোগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০২:৪৮ পিএম
ছাত্রদলের সাবেক সভাপতিকে আটকের অভিযোগ

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে বিএনপির অভিযোগ।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আহসানকে বুধবার রাত সোয়া ১১টায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর রাইফেলস স্কয়ারের সামনে থেকে তুলে নিয়ে গেছে। গভীর উদ্বেগের বিষয় এই যে, তাকে গ্রেফতারের কথা অস্বীকার করা হচ্ছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান দেওয়া হচ্ছে না।”

বিএনপি মহাসচিব আরো বলেন, “বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে গণতান্ত্রিক আচার আচরণ তোয়াক্কা না করে ক্ষমতার দম্ভে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। জনগণকে উপেক্ষা করে দেশ শাসনের ফলে বর্তমান ভোটারবিহীন সরকার জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।”

অবিলম্বে রাজিব আহসানকে সুস্থ অবস্থায় জনসমক্ষে হাজির করে তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান দলের মহাসচিব।

এর আগে ধানমন্ডি লেক এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার সময় পুলিশের হাতে আটক ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ চারজনকে নাশকতা ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

তারা হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, যুগ্ম সম্পাদক আবদুর রহমান।

বাকি দুজনের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। এর মধ্যে রাজীব বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বলে জানা গেছে।

এ বিষয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক এসআই জাহাঙ্গীর বলেন, “রাজীবসহ কয়জনকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তাদের গ্রেফতার করা হয়নি।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!