রাজধানীতে চলন্ত বাসে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় বাসচালকের সহকারী কাওসার আহম্মেদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার কুদরত-ই-খুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে বুধবার একই এলাকা থেকে বাসটির চালককে গ্রেপ্তার করা হয়েছিল।
একজন ছাত্রী আজিমপুরের বাসায় ফেরার উদ্দেশ্যে গত রোববার রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডি থেকে বিকাশ পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে উঠে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে একপর্যায়ে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। সব যাত্রী নেমে যাওয়ায় পর বাসটিতে ওই ছাত্রী একাই ছিলেন। তখন বাসের লাইট বন্ধ করে চালকের সহকারী ওই ছাত্রীর ওপর চড়াও হন। এ সময় ওই ছাত্রী চিৎকার শুরু করেন। চালকের সহকারীকে প্রতিরোধের একপর্যায়ে ওই ছাত্রী চলন্ত বাস থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন।