• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গণটিকার দ্বিতীয় ডোজ শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ১০:০১ এএম
গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

করোনা মহামারি প্রতিরোধে গণটিকা কার্যক্রমের আওতায় দেশব্যাপী দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে থেকে নির্ধারিত কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছে। টিকাগ্রহণকারীরা প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন, দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে পারবেন। টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টা বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে এক ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সব সিটি করপোরেশন এলাকায় ৭ ও ৮ আগস্ট যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন। যারা ৯ ও ১০ আগস্ট টিকা নিয়েছেন তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট টিকা নিয়েছেন তারা ৯ সেপ্টেম্বর  একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।

এদিকে টিকাগ্রহণকারীরা রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সারিবদ্ধ হয়ে টিকা নিতে অপেক্ষায় রয়েছেন। সুষ্ঠুভাবে টিকা গ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তারা।

Link copied!