আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, “বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদনটির আইনগত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন।”
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে একটি মিলনায়তনে মানবাধিকারবিষয়ক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আইনমন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “ফোজদারি কার্যবিধির ৪০১ ধারায় যে দরখাস্ত একবার নিষ্পত্তিকৃত হয়ে থাকে, সেই দরখাস্তকে আবারও পুনরুজ্জীবিত করার কোনো ‘স্কোপ’ বা সুযোগ নেই। আমি আগেও এ কথা বলেছি। আমার এই আইনি ব্যাখ্যাই সঠিক।”
আনিসুল হক আরও বলেন, “বিএনপির ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে এই উপমহাদেশের কোনো আদালতের কোনো নজির আছে কি না, সেটা খতিয়ে দেখছি। এটি নিয়ে পর্যালোচনা প্রায় শেষের দিকে। কিছুদিনের মধ্যেই এই সিদ্ধান্ত পাওয়া যাবে।”