• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৫:৪৪ পিএম
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (২ অক্টোবর) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

ডিউটি অফিসার লিমা খানম বলেন, “আজ (শনিবার) বিকেল ৩টা ৫৩ মিনিটে আগুনের খবরে তিনটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”

এদিকে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Link copied!