• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘কানেকটিভিটির উন্নয়নে বাংলাদেশের দরজা উন্মুক্ত’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৯, ২০২২, ০২:৪৩ পিএম
‘কানেকটিভিটির উন্নয়নে বাংলাদেশের দরজা উন্মুক্ত’

কানেকটিভিটির উন্নয়নে বাংলাদেশের দরজা উন্মুক্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “আমাদের সরকার আরও বেশি খাদ্য উৎপাদনের কর্মসূচি হাতে নিয়েছে। তথ্য-প্রযুক্তি সেক্টরে বাংলাদেশ উন্নতি করছে। উন্নয়নের জন্য আঞ্চলিক কানেকটিভিটি প্রয়োজন।”

সোমবার (৯ মে) সকালে গণভবনে এডিবির ভাইস প্রেসিডেন্ট (অপারেশন-১) শিজিন চেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই ডেল্টা প্ল্যান বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আঞ্চলিক সহযোগিতা বাড়াতে, বিশেষ করে কানেকটিভিটি, বাণিজ্য সুবিধা এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এডিবির সহায়তা প্রয়োজন।”

করোনা বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, “দেশে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই বছর পর দেশের মানুষ মুক্তভাবে ঈদ উদযাপন করেছে। করোনা মহামারির সময় সহায়তার জন্য এডিবিকে ধন্যবাদ।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!