রাজধানীসহ সারা দেশে এক দিনেই করোনা টিকা নিয়েছেন ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ জন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আরও জানায়, এক দিনে প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৭ হাজার ৭৩৫ জন ও নারী ১ লাখ ৭ হাজার ৯৪৩ জন।
দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৭ লাখ ৯১ হাজার ২৮ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৭৮ হাজার ১২০ জন এবং নারী ১৩ লাখ ১২ হাজার ৯০৮ জন।
এছাড়া এখন পর্যন্ত রাজধানীসহ সারা দেশে সর্বমোট টিকা গ্রহণকারীর সংখ্যা ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।
দেশে এখন পর্যন্ত টিকা গ্রহণের জন্য নিবন্ধনকারীর সংখ্যা মোট ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ২৪১ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৬৮৪। ৫৬ জনের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৩৭ জন।
এদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৩ জন, বেসরকারি হাসপাতালে ১১ জন ও বাসায় একজন মারা যান এবং হাসপাতালে মৃত অবস্থায় একজনকে আনা হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৬ শতাংশ।
একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৯ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে।