• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এ মুহূর্তে বিদেশি ঋণের প্রয়োজন নেই : অর্থমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০৮:৩৯ পিএম
এ মুহূর্তে বিদেশি ঋণের প্রয়োজন নেই : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এ মুহূর্তে বিদেশি ঋণের প্রয়োজন নেই। তবে প্রয়োজন থাকলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নেওয়া হবে।

বুধবার (২০ জুলাই) বিকেলে ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশকে ঋণ দিতে আইএমএফ আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি, বাংলাদেশও প্রস্তাব পাঠায়নি। অনেকের মনে সংশয় থাকতে পারে, আমরা অনেক কিছু নিয়ে নেব বা চুক্তি করব। যদি নেওয়াও হয়, তা হবে দেশের স্বার্থে। আমাদের স্বার্থের পরিপন্থী কিছু নেওয়া হবে না। নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়েও কিছু করা হবে না।”

মুস্তফা কামাল আরও বলেন, “আইএমএফের প্রতিনিধিদল সব সময়ই বাংলাদেশে আসে। তারা নানা পরামর্শ দেয়, যেগুলো অনেক ক্ষেত্রে সরকারের জন্য উপকারী। ফলে আমরাও তাদের পরামর্শ নিই। সংস্কারমুখী কিছু প্রকল্পের কথা সব সময় বলে আইএমএফ, বাজেটে যেমন অনেক প্রতিশ্রুতি দিই আমরা, এটা ভালো। এগুলো সম্পন্ন করা গেলে দেশের জন্য ভালো।”

দেশের ঋণ পরিশোধ করার সক্ষমতা আছে জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, “আইএমএফ যেসব ঋণ আমাদের দিচ্ছে বা দেবে, আমরা তাদের বারবার আশ্বস্ত করেছি যে তা কখনো মাফ করতে হবে না। কারণ, আমাদের ঋণ পরিশোধের সক্ষমতা আছে। পাওনা পরিশোধে কখনো দেরি করিনি।”

Link copied!