• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ঈদে জঙ্গি হামলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১, ২০২২, ১২:৪৩ পিএম
ঈদে জঙ্গি হামলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

পবিত্র ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

রোববার (১ মে) জাতীয় ঈদগাহ নিরাপত্তা-ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ঈদের নামাজ আদায় করতে ঈদগাহ ময়দানে আসার সময় ছাতা এবং জায়নামাজ ছাড়া অন্য কোনও কিছু না নিয়ে আসারও পরামর্শ ডিএমপি কমিশনার।

মো. শফিকুল ইসলাম বলেন, “রাজধানীতে এ বছর ১ হাজার ৪৬৮টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গত দুবছর মানুষের অংশগ্রহণে সেভাবে ঈদগায় জামাত অনুষ্ঠিত হয়নি। এবার মানুষ অনেক বেশি হবে। আমরা পুলিশ নিরাপত্তার জন্য কাজ করি। ঈদগাহে যারা নামাজ আদায় করতে আসবেন তাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।”

ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহে আগে থেকেই ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করার ব্যবস্থা রয়েছে। থাকবে সিসিটিভি কাভারেজও। যারা ঈদগাহ ময়দানে ঢুকবেন তাদের আর্চওয়ে এবং নিরাপত্তা তল্লাশি চৌকি পার হয়ে ভেতরে ঢুকতে হবে।

Link copied!