• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৬, ২০২২, ০১:৪৩ পিএম
ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এ বিষয়ে নৌ-ঘাটগুলোতে যাত্রী ও যানবাহন পারাপার মনিটরিংয়ের জন্য আটটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবেন টিমের সদস্যরা।

সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এসব টিম গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদের আগে ৭-৯ জুলাই পর্যন্ত ঢাকা সদরঘাট নদীবন্দর, পাটুরিয়া নদীবন্দর, শিমুলিয়া নদীবন্দর এবং চাঁদপুর নদীবন্দরে ৪টি টিম দায়িত্ব পালন করবে।

এ ছাড়া ঈদের পর ১১ থেকে ১৩ জুলাই সদরঘাট নদীবন্দর, দৌলতদিয়া নদীবন্দর, বাংলাবাজার ও মাঝিকান্দি নদীবন্দর/ঘাট এবং চাঁদপুর নদী বন্দরে বাকি ৪টি টিম দায়িত্ব পালন করবে। প্রতিটি টিমে ৫ থেকে ৬ জন কর্মকর্তা কাজ করবেন।

অফিস আদেশে জানানো হয়, ঈদে যাত্রীসাধারণের সুষ্ঠু ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে এই টিমগুলো গঠন করা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!