• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

ইউপিএলের কর্ণধার মহিউদ্দিন আহমেদ আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:১৪ পিএম
ইউপিএলের কর্ণধার মহিউদ্দিন আহমেদ আর নেই

ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) কর্ণধার মহিউদ্দিন আহমেদ (৭৭) আর নেই। সোমবার (২১ জুন) রাত ১টার দিকে রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান প্রকাশক।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।  তিনি জানান, মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন মস্তিষ্কের রোগ পারকিনসনসে ভুগছিলেন।

ফরিদ আহমেদ বলেন, “তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বাসাতেই থাকতেন তিনি। কদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তা থেকে সেরেও ওঠেন।”

মঙ্গলবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে, পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মহিউদ্দিন আহমেদের জন্ম ১৯৪৪ সালে। তার পেশাজীবন শুরু হয় সাংবাদিকতার মাধ্যমে। পরে লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে অধ্যাপনা করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের পাকিস্তান শাখায় সম্পাদক হিসেবে যোগ দেন। স্বাধীনতার পর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, বাংলাদেশের প্রধান নির্বাহী নিযুক্ত হন। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!