• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

আমগাছে ঝুলছিল বৃদ্ধের মরদেহ


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৩, ২০২২, ১১:৪৭ এএম
আমগাছে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর এলাকায় গাছ থেকে দুলাল মজুমদার (৮৬) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার (১২ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

দুলালের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার নগর জোয়ার এলাকায়। তিনি ঈদের ছুটিতে মির্জাপুর এলাকায় মেয়ে সুমীকা সরকার বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

প্রতিবেশী নরেন রায় জানান, নদীভাঙা পরিবারটির ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় কলকারখানায় চাকরি করতেন। তিনি বয়সজনিত কারণ ছাড়াও বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, হতাশা থেকে তিনি আত্মহত্যার করে থাকতে পারেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সংবাদ প্রকাশকে জানান, ভোরের দিকে মির্জাপুর এলাকায় আমগাছের সঙ্গে বৃদ্ধের মরদেহ ঝুলতে দেখে পরিবারকে জানায় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।

Link copied!