• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘আগামী ১০০ বছরেও পদ্মা সেতুর ক্ষতি হবে না’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৫, ২০২২, ০৩:২৭ পিএম
‘আগামী ১০০ বছরেও পদ্মা সেতুর ক্ষতি হবে না’

ঠিকমতো রক্ষণাবেক্ষণ করলে আগামী ১০০ বছরেও পদ্মা সেতুর কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

শনিবার (২৫ জুন) মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “স্বপ্নের পদ্মা সেতু বিশ্বের স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। এ সেতু নির্মাণ হওয়ায় আমরা গর্বিত। একশ বছরের স্থাপত্য গ্যারান্টি রয়েছে পদ্মা সেতুর।”

সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব ঐতিহাসিক এ প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত থেকে সহায়তা করায় বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও জানান।

Link copied!