• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অক্টোবর থেকে লোডশেডিং থাকবে না: নসরুল হামিদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২২, ০৪:১০ পিএম
অক্টোবর থেকে লোডশেডিং থাকবে না: নসরুল হামিদ

আগামী অক্টোবর থেকে লোডশেডিং আর থাকবে না এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (৭ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করা হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, “আমরা উৎপাদন বাড়াব। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারব। সবাইকে অনুরোধ করব, সবাই যেন ধৈর্য্য ধরেন।”

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেন, “বিদ্যুতের সমস্যা সমাধানে সপ্তাহের একেক দিন একেক এলাকার শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এতে ৪৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।”

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “মানুষকে ভুক্তভোগীর মধ্যে ফেলতে কে চায়? কেউ চায় না। আমরা সাময়িক অসুবিধার কথা বুঝতে পারছি। এ সমস্যা বেশিদিন থাকবে না।”

লোডশেডিং নিয়ে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিভাগ মনে করছে, আগামী মাস থেকে লোডশেডিং থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে। এখন যেমন আছি, আগের থেকে অনেক ভালো অবস্থা হবে। আগামী মাস থেকে অর্ধেকেরও কম হবে।”

Link copied!