• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাতে যেসব অঞ্চলে ঝড় হতে পারে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ০৭:১৬ পিএম
রাতে যেসব অঞ্চলে ঝড় হতে পারে
ঝড় হতে পারে। ছবি : সংগৃহীত

ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২১ এপ্রিল) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে তীব্র তাপপ্রবাহে রাজধানীসহ সারা দেশেই জনজীবন বিপর্যস্ত। শুধু দিনে নয়, রাতের তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

ওমর ফারুক জানান, দিনের মতো রাতের তাপমাত্রাও অনেক বেশি। আগামী ২৪-২৫ এপ্রিল তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। তবে ২৭, ২৮ এপ্রিল তা আবার বেড়ে যাবে। মে মাসেও এ ধারা অব্যাহত থাকবে।

ওমর ফারুক আরও জানান, পূর্বের বছরগুলোর তুলনায় এবারে তাপমাত্রা বেশি। আগামী তিন দিন বৃষ্টি হতে পারে, ফলে তাপমাত্রা কমে আসবে।

এর আগে শনিবার (২০ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। এদিন দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তাপপ্রবাহের কারণে তিন দিনের (১৯-২১ এপ্রিল) তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে দিয়েছে সরকার।

Link copied!