নতুন সরকারের মন্ত্রিসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে রোববার (১৪ জানুয়ারি)। শুরুর দিনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাদের অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা। এতে করে শাহবাগের ফুলের দোকানগুলোতে ছিল ভিড়। আর দোকানিদের বেশ বেচাবিক্রিও হয়েছে।
শাহবাগ থানার ফটকের পাশ থেকে শিশুপার্ক পর্যন্ত ফুটপাতে বেশ কিছু ফুলের দোকান রয়েছে। এদিন ফুলের দোকানগুলোতে এসেছেন অনেক ক্রেতা। দোকানের কর্মীরা ক্রেতাদের সামলাচ্ছেন, কেউ ব্যস্ত নতুন তোড়া বানানোর কাজে।
এদিন সকাল ৮টা থেকে ৯টার দিকে দোকানে বেশ চাপ ছিল। শীতের সকালে সাধারণত এখানে এত চাপ থাকে না। একটু পরপর ক্রেতারা আসছেন। নতুন মন্ত্রীরা কাজ শুরু করার দিনে অনেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সে জন্য ফুলের চাহিদা ছিল বেশি।
ফুলের দাম অন্যদিনের চেয়ে কিছুটা বেশি ছিল এদিন। প্রকারভেদে ভালো মানের ফুলের তোড়া এক হাজার থেকে দুই হাজার টাকায় বিক্রি হয়েছে। ৫ টাকার ফুল বিক্রি হয়েছে ১৫ টাকায়।