• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রিমান্ড শেষে জাকির হোসেন-মোস্তফা কামাল কারাগারে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৬:৫৬ পিএম
রিমান্ড শেষে জাকির হোসেন-মোস্তফা কামাল কারাগারে
জাকির হোসেন ও মোস্তাফা কামাল উদ্দীন। ছবি : সংগৃহীত

রিমান্ড শেষে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও স্বরাষ্ট্র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম ও জিএম ফারহান ইসতিয়াক শুনানি শেষে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

প্রতিমন্ত্রী জাকির হোসেনের মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ এবং মোস্তফা কামালে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

গত ২৪ অক্টোবর গ্রেপ্তার এ আসামিদের গত ২৫ অক্টোবর তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের ফুফাতো ভাই জাকির হোসেন মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

মোস্তফা কামালের মামলায় বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে বিএনপি। ওই মহাসমাবেশ পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। ওইদিন বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এসময় যুবদল নেতা শামীম নিহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।
 

Link copied!