• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ০৫:০২ পিএম
ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারে ফুটপাত থেকে আব্দুল বারেক (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুল ইসলাম।

সাইদুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে মগবাজারের বৈশাখী হোটেলের সামনের ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সাইদুল ইসলাম আরও বলেন, “ওই যুবকের জাতীয় পরিচয়পত্র থেকে আমরা তার পরিচয় জানতে পেরেছি। তার নাম আব্দুল বারেক। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন সফরভাটা গ্রামের মো. শামসুল আলমের ছেলে। বারেকের পকেটে একটি মুঠোফোন ও ৭০০ টাকা পাওয়া গেছে। আমরা মৃত্যুর কারণ জানতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
 

Link copied!