বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুয়াযী সারা দেশে যুব জাগরণ যাত্রা ও জেলা সফর অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন জেলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক অনিন্দ্য দ্বীপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ও ২৩ নভেম্বর ২০২৪ প্রথম পর্বে সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য যুবনেতা হাবীব ইমন কুমিল্লা জেলায়, আনোয়ার হোসেন কুষ্টিয়ায়, ফারহানা আক্তার শাপলা বগুড়া, সাংগঠনিক সম্পাদক শাহীন ভূঁইয়া বাগেরহাট ও মানিকগঞ্জ, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ইরান মোল্লা দিনাজপুর ও রংপুর, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অনিন্দ্য দ্বীপ রাজবাড়ী, সমাজকল্যাণ সম্পাদক রফিজুল ইসলাম রফিক পিরোজপুর, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল ফকির সুনামগঞ্জ, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রিতম দাস কক্সবাজার, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদুল মঞ্জু চুয়াডাঙ্গা জেলার যুব জাগরণ যাত্রা ও জেলার নানা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এ সময়ে জেলা কমিটির সভা, উপজেলা নেতৃত্ব, সুহৃদ ও প্রগতিশীল নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে যুব জাগরণ যাত্রা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কর্মপ্রত্যাশী যুবদের অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু , নিবন্ধিত যুবকদের যোগ্যতা অনুযায়ী এক বছরের মধ্যে কাজের ব্যবস্থা করা, অন্যথায় বেকার ভাতা দেওয়া, সরকারি চাকরিতে শূন্য পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া, সরকারি-বেসরকারি চাকরির আবেদনে ব্যাংক ড্রাফট-পে অর্ডার প্রথা বন্ধ করাসহ ৯ দফা দাবির ওপর আলোচনা করেন।
তিন পর্বে সকল জেলা সফর ও যুব জাগরণ কর্মসূচি পালন করে আগামী জানুয়ারিতে ঢাকায় যুব সমাবেশ অনুষ্ঠিত হবে হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কর্মসংস্থানের আন্দোলন ও সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যুব ইউনিয়নকে শক্তিশালী করার মধ্য দিয়ে কোটি যুবকের অধিকার আদায়ে যুব জাগরণ যাত্রা ও যুব সমাবেশ সফল করতে দেশব্যাপী যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।