রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়ে মারা যাওয়া যুবকের নাম আনোয়ার হোসেন। তার গ্রামের বাড়ি ভোলায়।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ২টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনোয়ারের মরদেহ শনাক্ত করেন তার বোন বিলকিস খাতুন।
রাতে আরও দুজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তারা হলেন মুছা সিকদার (৩৩) ও রওশন আলী (৩৫)। বার্ন ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার নুরে আলম বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।
নিউ এজ গ্রুপের আশুলিয়ার গার্মেন্টস কারখানায় চাকরি করেন রওশন। তিনি গুলশানের ওই ভবনে বসবাসকারী আরিফ নামের একজনের কাছে এসেছিলেন। অন্যদিকে মুছা সিকদার ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালকের গাড়িচালক। তিনি কুড়িল বিশ্বরোড এলাকায় থাকেন।
রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১৪ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত এই একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও বেশ কয়েকজন লাফিয়ে পড়ে আহত হয়েছেন। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।