• ঢাকা
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১৪ চৈত্র ১৪৩০, ২৭ রমজান ১৪৪৬

গুলশানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যুবককে এলোপাতাড়ি গুলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ১০:০৩ এএম
গুলশানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যুবককে এলোপাতাড়ি গুলি
প্রতীকী ছবি

রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।

মাহমুদুর রহমান জানান, নিহত পথচারীর নাম সুমন (৩৫)। রাত ১১টায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মারুফ জানান, ‘আজ রাতের দিকে গুলশান পুলিশ প্লাজার সামনের রাস্তা দিয়ে ইন্টারনেট ব্যবসায়ী মো. সুমন মিয়া হেঁটে যাওয়ার সময় ৫-৬ জন অজ্ঞাত দুর্বৃত্তরা বুকে, পেটে ও মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, ওই ব্যক্তি আর বেঁচে নেই।’

সুমনের নামে গুলশান ও বাড্ডা থানায় পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। নিজেদের অন্তর্কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। আসামি ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছে বলেও জানানো হয়।

Link copied!