প্রতি বছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। এ বছর সেসময় ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকায় আগামী ২২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদ্যাপিত হবে।
বুধবার (১৬ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।
এ অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের প্রতিপাদ্য ‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’।