• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৪, ০২:৩৩ পিএম
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের তিন তলা থেকে পড়ে মো. ফারুক (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ভবনেই থাকতেন তিনি।

শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সকাল সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।

ফারুক নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার ষোলজান গ্রামের তুরাব আলীর ছেলে। 

নিহত ফারুকের মামাতো ভাই ওমর ফারুক বলেন, “আমরা বসুন্ধরার দুই নম্বর রোডের এইচ ব্লকে নির্মাণাধীন ভবনের তিন তলায় কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত ফারুক তিন তলা থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।”

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।”

 

Link copied!