• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৮ শা'বান ১৪৪৬

ডিওএইচএসে ফ্ল্যাটে ঢুকে নারীকে হত্যা, টাকা-স্বর্ণালংকার লুট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৫:১১ এএম
ডিওএইচএসে ফ্ল্যাটে ঢুকে নারীকে হত্যা, টাকা-স্বর্ণালংকার লুট

রাজধানীর মিরপুর ডিওএইচএসে এক নারীকে হত্যা করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

৬০ বছর বয়সী ওই নারীর নাম ফারাহ দিবা। তার স্বামী উইং কমান্ডার (অবসরপ্রাপ্ত) আব্দুল মতিন।

পরিবারের বরাত দিয়ে ওসি নজরুল ইসলাম জানান, মিরপুর ডিওএইচএসের একটি ভবনের তৃতীয়তলার নিজ ফ্ল্যাটে স্বামী ও ছেলেকে নিয়ে থাকতেন ওই নারী। দুপুরের দিকে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সেই সময় বাসায় কেউ ছিল না। পরে পরিবারের সদস্যরা বাসায় এসে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়।

ওসি আরও জানান, ওই ফ্ল্যাটে থাকা নগদ প্রায় দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার ও তাদের গাড়িচালক পলাতক। এই দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Link copied!