• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০, ৪ রজব ১৪৪৬

উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ ও ঢাকায় হিম শীতের আভাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১০:৩৩ এএম
উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ ও ঢাকায় হিম শীতের আভাস
শীতের সকাল। ছবি : সংগৃহীত

রাজধানীসহ সারা দেশে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে। ফলে দেশজুড়েই শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এই কয়েকদিন মধ্যরাত ও ভোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। আর আগামী ২-৩ দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে একটি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনাও রয়েছে। এর আগ পর্যন্ত উত্তরাঞ্চলে সূর্যের দেখা পাওয়া দুরূহ হবে।

বুধবার (১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

ওমর ফারুক বলেন, “আজ দেশজুড়েই ঘন কুয়াশা রয়েছে। এ অবস্থায় ঢাকায় আজ দুপুরের কাছাকাছি সময়ে সূর্যের দেখা পাওয়া গেলেও উত্তরাঞ্চলে সূর্যের দেখা পাওয়া দুরূহ হয়ে যাবে।”

ওমর ফারুক আরও বলেন, “আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সারা দেশেই তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। এতে শীতের প্রকোপও বাড়বে। এই সময়ের মধ্যে ঢাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে দেশের উত্তরাঞ্চলে আগামী ২-৩ দিনের মধ্যে একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।”

Link copied!