জনগণের কথা চিন্তা করে দেশের কল্যাণে সব সময় কাজ করার চেষ্টা করেছি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, “দেশের মানুষের জন্য কাজ করেছি। কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হয়েছে, দেশবাসীর কাছে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানাই।“
সোমবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানানোর সময় তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব বলেন, “কৃতজ্ঞতা জানাই, আজ অফিসিয়ালি আপনাদের (সাংবাদিক) সঙ্গে শেষ (ব্রিফিং)। মন্ত্রিসভা ধন্যবাদ দিয়েছেন। ভবিষ্যত পরিকল্পনা ‘আই হ্যাব রিটায়ার্ড।’ এখন আল্লাহর রহমতে দেখা যাক কী করা যায়।”
সরকারের সঙ্গে থেকে আপনার কাজ করার ইচ্ছা আছে কি না? এমন প্রশ্নের জবাবে অনোয়ারুল ইসলাম বলেন, “সরকারি চাকরিজীবী হিসেবে যা করার করেছি। আমি ভেরি লাকি, আমি সম্ভবত ৪০ বছর। আমি ২০১১ সাল থেকে ১২ বছর সেক্রেটারি।
সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আপনাদের কথাও মনে থাকবে। আপনাদের সবার প্রতি আমার দোয়া রইল।”
বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ যে কয়জনের হাতে হয়েছে তার মধ্যে আমি ছিলাম। উনি আমাদের দুটি থিম দিয়ে দিয়েছেন, সার্ভিস অ্যাট দ্য ডোর স্টেপস ফর দ্য পিপল এবং সার্ভিস অ্যাট দ্য ফিঙ্গার ফর দ্য পিপল। উনি বললেন, ‘তোমরা বাস্তবায়ন করবে, যা লাগবে টাকা-পয়সা দিয়ে দেব।’”
তিনি আরও বলেন, “২০১০ সালে আমরা এক দিনেই ৪ হাজার ৫০০ ইউনিয়নে ডিজিটাল সেন্টার করা শুরু করেছিলাম। আমার ওপর দায়িত্ব ছিল চর কুকরিমুকরিতে। সেখানে আমার হাত দিয়ে হ্যান্ড্রেল হয়েছে। আজকে ডিজিটাল বাংলাদেশের যে সুফল তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলাম।”
চুক্তির মেয়াদ শেষে আগামী ১৫ ডিসেম্বর অবসরে যাচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তার জায়গায় নিয়োগ পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। মন্ত্রিসভার ব্রিফিং সাধারণত মন্ত্রিপরিষদ সচিবই করে থাকেন, সোমবার ছিল তার শেষ ব্রিফিং।