• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রীড়াঙ্গনের কারা জিতলেন ও হারলেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪, ০৯:৪৫ এএম
ক্রীড়াঙ্গনের কারা জিতলেন ও হারলেন
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ক্রীড়াঙ্গনের কয়েকজন। ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রীড়াঙ্গনের অনেকেই অংশগ্রহণ করেন। তাদের কেউ ক্রীড়াবিদ, আবার কেউ ক্রীড়া সংগঠক। কেউ নৌকা প্রতীকে, আবার কেউ স্বতন্ত্রভাবে নির্বাচন করেন। বেশির ভাগ প্রার্থীই জয়লাভ করেন।

মাগুরা-১ আসন থেকে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার ও জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান জয়ী হয়েছেন ১,৮৫,৮৩৩ ভোট পেয়ে। নড়াইল-২ আসন থেকে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জয়ী হন ১,৮৯,১০২ ভোট পেয়ে। খুলনা-৪ আসন থেকে জয়লাভ করেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ও বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ৮৬,১৯৪ ভোট পেয়ে। সাবেক হকি খেলোয়াড়, ঢাকা আবাহনীর পরিচালক নসরুল হামিদ বিপু ঢাকা-৩ আসনে জয়ী হয়েছেন ১,৩২,৭৩২ ভোট পেয়ে। 

তবে সাবেক ক্রীড়া উপমন্ত্রী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় নেত্রকোনা-২ এবং সাবেক ফুটবল তারকা ও বিসিবির সাবেক পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল মানিকগঞ্জ-২ আসনে হেরে গেছেন। বর্তমান এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে পরাজিত করেন টুটুলেরই চাচাতো ভাই আরেক স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

কিশোরগঞ্জ-৬ আসনে নৌকা প্রতীক নিয়ে জিতেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ১,২৪,৪০৫ ভোট পেয়ে।  ঢাকা-৯ আসনে জয়ী হয়েছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী ৯০,৩৯৬ ভোট পেয়ে। আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল জিতেছেন কুমিল্লা-১০ আসনে ২,৩২,৬৯৯ ভোট পেয়ে। 

এছাড়া, বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ যশোর-৩, বিসিবির সাবেক পরিচালক গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ আসনে, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী-৫, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার মাগুরা-২, বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গাজীপুর-২, আবাহনীর পরিচালক শাহরিয়ার আলম রাজশাহী-৬, আবাহনী ক্লাবের চেয়ারম্যান সালমান এফ ঢাকা-১, স্কোয়াশ ফেডারেশনের সভাপতি কর্নেল (অব.) ফারুক খান গোপালগঞ্জ-১, বাংলাদেশ কুস্তি ফেডারেশনের সাবেক সভাপতি শাহজাহান খান মাদারীপুর-২, বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি জুনাইদ আহমেদ পলক নাটোর-৩, বাফুফের সাবেক রেফারিজ কমিটির চেয়ারম্যান বীর বাহাদুর উ শৈ সিং বান্দরবান আসন এবং বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল মৌলভীবাজার-২, সাবেক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলোয়াড় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সদস্য শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪, টেনিস ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহণমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-২, অ্যাথলেটিক্স ফেডারেশনের সিনিয়র সহসভাপতি নুর উদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর -২,  ঢাকা আবাহনী লিমিটেডের পরিচালক ও খুলনা আবাহনীর পৃষ্ঠপোষক শেখ হেলাল বাগেরহাট-১, সাবেক শুটার শিবলী সাদিক দিনাজপুর-৬, সাবেক ফুটবলার একরামুল করিম চৌধুরী নোয়াখালী-৪ এবং মহিলা ক্রীড়া সংস্থার সদস্য অধ্যাপিকা রোমানা আলী টুসি গাজীপুর-৩, রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ জামালপুর-৫, শুটিং স্পোর্ট ফেডারেশনের সাবেক সহসভাপতি ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬, চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সভাপতি এম আবদুল লতিফ চট্টগ্রাম-১১, আবাহনীর সাবেক পরিচালক আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬, বাফুফের কাউন্সিলর নিজাম হাজারী ফেনী-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!