• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা দক্ষিণ আ.লীগের শান্তি সমাবেশে নেতৃত্ব দেবেন যারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ০৯:৫৭ পিএম
ঢাকা দক্ষিণ আ.লীগের শান্তি সমাবেশে নেতৃত্ব দেবেন যারা

আগামী শনিবার (৪ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত প্রতিটি (৭টি) থানায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বুধবার (১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।

রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, বিএনপি উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ধ্বংসাত্মক পথ অবলম্বন করেছে। জনগণকে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিতেই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একসঙ্গে ৪ মার্চ শান্তি সমাবেশের ডাক দিয়েছে। এসব এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাত নেতা।

তাদের মধ্যে রয়েছেন, ঢাকা-৪ (শ্যামপুর কদমতলি) সংসদীয় আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সানজিদা খানম, ঢাকা-৫ (যাত্রাবাড়ী ডেমরা) সংসদীয় আসনে দলের বন পরিবেশ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ঢাকা-৬ (ওয়ারি-গেন্ডারিয়া, সূত্রাপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, ঢাকা-৭ (লালবাগ, চকবাজার, কোতয়ালি, বংশাল) সংসদীয় আসনে মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা-৮ (মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর) সংসদীয় আসনে ড. আব্দুর রাজ্জাক ও সদস্য মো. সাঈদ খোকন, ঢাকা-৯ (মুগদা, সবুজবাগ, খিলগাও) সংসদীয় আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু এবং ঢাকা-১০ (কলাবাগান, হাজারিবাগ, নিউমার্কেট, ধানমণ্ডি) সংসদীয় আসনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।

Link copied!