নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে কারা, জানালেন হাসনাত-সারজিস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০১:১৯ পিএম
নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে কারা, জানালেন হাসনাত-সারজিস
বক্তব্য রাখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।। ছবি : সংগৃহীত

ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। একই পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারা একই পোস্ট করেন।

পোস্টে তারা লিখেছেন, “আপনি কেমন দল চান, আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেওয়া ফরমে আপনার মতামত জানান। ফরমটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।”

কমেন্টে তারা একটি ফরম দিয়েছেন। যেখানে লেখা রয়েছে, নতুন রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আপনার পরামর্শ জানাতে নিচের ফরমটি পূরণ করুন। এ ছাড়া বলা হয়, 
“আপনার চোখে নতুন বাংলাদেশ!
আপনার মতামতই ভবিষ্যৎ বাংলাদেশ বদলের চাবিকাঠি! 
একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে, যা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বহন করবে এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে গড়ে উঠবে। তরুণদের শক্তি, জনগণের মতামত, এবং পরিবর্তনের অঙ্গীকারই হবে এই পথচলার মূল ভিত্তি।
এই ফরমটি শুধু তথ্য সংগ্রহের জন্য নয়—এটি একটি সুযোগ, একটি দায়িত্ব এবং একটি আন্দোলনের অংশ হওয়ার আহ্বান! আপনার চিন্তা, প্রত্যাশা ও পরামর্শ জানিয়ে যুক্ত হোন। একটি নতুন বাংলাদেশ গড়তে, আপনার মতামত দিন!”

এ নিয়ে বুধবার দুপুরে একটি সংবাদ সম্মেলনও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনেও একই বিষয় জানানো হয়েছে।

এদিকে নতুন দলটি কবে আসছে তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “আগামী ১৫-২৮ ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ করবে দলটি। কিন্তু এখনো দলটির নাম চূড়ান্ত হয়নি।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!