• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন যারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০৯:০৫ পিএম
আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন যারা

দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন কমিটিতে তৃতীয় মেয়াদে শেখ হাসিনার সঙ্গে আবারও দলের সাধারণ সম্পাদকের হিসেবে দায়িত্ব পালন করবেন ওবায়দুল কাদের। তিনি টানা তৃতীয় মেয়াদে এই দায়িত্বে পুনঃনির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন।

২০১৬ সালের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে আসা বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি পদে প্রস্তাবনা আহ্বান করেন। তখন কাউন্সিলররা শেখ হাসিনার নাম সমস্বরে বলেন। পরে মঞ্চে উঠে দলটির জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। দিনাজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মুস্তাফিজুর রহমান এ প্রস্তাবে সমর্থন জানান। পরে কমিশন এ প্রস্তাব ভোটে দেন। বিকল্প কোনো প্রস্তাব না থাকায় শেখ হাসিনা সভাপতি হিসেবে নির্বাচিত হন।

এরপর প্রধান নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব চান। এসময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ সমর্থন করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এরপর নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি ও সাধারণ সম্পাদককে মঞ্চে আসতে আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে মঞ্চে গিয়ে আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ফের দায়িত্ব বুঝে নেন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। পরে বাকিদের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের নতুন কমিটিতে এলো যারা:

নবগঠিত সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সিমিন হোসেন রিমি।

যুগ্ম-সাধারণ সম্পাদক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম। 
কোষাধক্ষ্য হিসেবে স্থান পেয়েছেন এইচ এন আশিকুর রহমান।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী:

অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক হয়েছেন ডা. রোকেয়া সুলতানা।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল ও সুজিত রায় নন্দী। 

উপদপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সায়েম খান।

কার্যনির্বাহী সদস্যদের নির্বাচিত করতে সভাপতিমণ্ডলীর সভায় নির্বাচনের আয়োজন করা হবে।

এর আগে, শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া প্রথম অধিবেশন শেষ হয় দুপুর সোয়া ১টায়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়।

সম্মেলনের মধ্য দিয়ে গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত হয়। অতীতের নিয়ম অনুযায়ী দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনের মাধ্যমে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করা হয়। তার ওপর ভিত্তি করে শীর্ষ দুই পদে নেতৃত্ব নির্বাচন করেন কাউন্সিলররা। পরে দলের অন্য পদগুলোতে নেতৃত্ব নির্বাচনের সর্বময় ক্ষমতা দলীয় প্রধানের হাতে অর্পণ করা হয়ে থাকে। তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এই সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৮১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়।

দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন দলের উপদেস্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এবং সমর্থন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। পরে উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠভোটে তা পাস হয়ে যায়। আর সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সমর্থন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

রেকর্ড গড়েছেন ওবায়দুল কাদের:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আবারও রেকর্ড গড়েছেন ওবায়দুল কাদের। শনিবার দলটির ২২তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে ওবায়দুল কাদেরের পুনঃনির্বাচিত করা হয়েছে। এর আগে স্বাধীন বাংলাদেশে কোনো নেতাই টানা তিন মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেননি।

Link copied!