• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিষিদ্ধ করে আসলে কাকে শাস্তি দেওয়া হলো, প্রিন্সের প্রশ্ন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৩:২৭ পিএম
নিষিদ্ধ করে আসলে কাকে শাস্তি দেওয়া হলো, প্রিন্সের প্রশ্ন
রুহিন হোসেন প্রিন্স। ছবি : ফাইল

নিষিদ্ধ করে আসলে কাকে শাস্তি দেওয়া হলো, এমন প্রশ্ন রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠন নিষিদ্ধের পক্ষে নয় তার দল। সিপিবি মনে করে কোনো অপরাধের কারণে অপরাধীর বিচার হওয়া উচিত। দল-সংগঠন নিষিদ্ধ করা হলে রাজনীতিতে যে গুণগত পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটা আসবে না।

ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া প্রজ্ঞাপন প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। 

রুহিন হোসেন প্রিন্স বলেন, বিচারের সময় যদি এটা উঠে আসে ব্যক্তির অপরাধ ব্যক্তিগত নয় বরং দল-সংগঠনের অপরাধ তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আসতে পারে।

বুধবার (২৩ অক্টোবর) রাতে ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার।

রুহিন হোসেন প্রিন্স বলেন, সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। সংবিধান সবাইকে সংগঠন করার অধিকার দিয়েছে। এখন দল বা সংগঠন নিষিদ্ধ করা হলে এটা ক্ষুন্ন হয়। সংগঠন করার অধিকার নষ্ট হয়। তাই আমি মনে করি, নিষিদ্ধ কোনো সমাধান নয়। নিষিদ্ধের পর সেটি আবার নতুন নামেও আসতে পারে। কিন্তু যদি বিচার করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু ভবিষ্যতে দল বা সংগঠনের ব্যানারে কেউ অপরাধ করার সাহস পেত না। দলের কর্মকাণ্ডে এভাবেই একটা পরিবর্তন আসতে পারত। 

Link copied!