• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

কে এই ব্যারিস্টার ফুয়াদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০২:৩৫ পিএম
কে এই ব্যারিস্টার ফুয়াদ
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

রোববার (২৩ মার্চ) মধ্যরাতে ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন, এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা।

সোমবার (২৪ মার্চ) ভোরের দিকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ব্যারিস্টার ফুয়াদ ঠিক আছেন, তার গ্রেপ্তারের খবরটি সঠিক নয়। তিনি ভালো আছেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক। ২০২৫ সালের ১১ জানুয়ারি অনুষ্ঠিত এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি আইন পেশার পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যুক্ত। বাংলাদেশের চলমান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সমস্যা নিয়ে সোশ্যাল নেওয়ার্কিং সাইটে নিয়মিত কথা বলেন তিনি।

ফুয়াদ তার শিক্ষাজীবন শুরু করেন ঢাকা কলেজ থেকে, যেখানে তিনি উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হন, তবে কোনো ডিগ্রি অর্জন করেননি। জানা যায়, তিনি সেখানে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করেছেন। পরবর্তীতে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং অনারেবল সোসাইটি অব দ্য মিডল টেম্পল-এ ব্যারিস্টার হন।

তার পারিবারিক ইতিহাস নিয়ে জানা যায়, তার বাবা মরহুম আব্দুল বারেক ভূঁইয়া ৯ নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধা ছিলেন বলে দাবি করা হয়। ফুয়াদের জন্ম খুলনার খালিশপুর গ্রামে, তবে তার পৈতৃক বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায়।

ফুয়াদ বাংলাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করে সমালোচিত হন। তার মধ্যে অন্যতম একটি বিতর্ক হলো ১৬ ডিসেম্বর বিজয় দিবস সম্পর্কে তার অবস্থান, যেখানে তিনি বিজয় দিবসকে স্বীকৃতি না দেওয়ার মত প্রকাশ করেছেন।
 

Link copied!