• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

বৃহস্পতিবার কোথায় কী কর্মসূচি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৯:০৫ এএম
বৃহস্পতিবার কোথায় কী কর্মসূচি

রাজধানীসহ সারাদেশে এখন সরব রয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। এসব সংগঠন নানা কর্মসূচি পালন করছে দেশজুড়ে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) থাকছে নানা কর্মসূচি। কোথায়, কখন, কোন দলগুলো কী কর্মসূচি পালন করছে এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিশিষ্টজনরা কোথায়, কখন যাচ্ছেন তা জেনে নিন:


প্রধানমন্ত্রীর কর্মসূচি

  • সকাল ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘বাংলাদেশ যুব মহিলা লীগ’-এর ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার।


আওয়ামী লীগের কর্মসূচি

  • সন্ধ্যা সাড়ে ৫টায় রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির সভা অনুষ্ঠিত হবে।


বিএনপির কর্মসূচি

  • দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত দফতর সম্পাদক) সৈয়দ এমরান সালেহ প্রিন্স।


তথ্যমন্ত্রীর কর্মসূচি

  • বিকেল ৫টায় রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁ হোটেল গ্র‍্যান্ড বলরুমে  ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ আলোচনা ও গুণীজন সম্মাননা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ট্রাব আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।


বুয়েট শিক্ষার্থীদের কর্মসূচি

  •  বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় বুয়েট শহীদ মিনারে ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের তদন্তে উদ্ভূত পরিস্থিতিতে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বুয়েট শহীদ মিনারে ব্রিফিং ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।


মুক্তিযুদ্ধ জাদুঘরে আলোকচিত্র প্রদর্শনী

  • বিকেল ৪টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের কিছু দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে। ‌‘উইটনেসিং হিস্ট্রি ইন দ্য মেকিং: ফটোগ্রাফস বাই অ্যান ডি হেনিং’ শীর্ষক এই প্রদর্শনী ১৫ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর চলবে।


ফরেন সার্ভিস একাডেমিতে সেমিনার

  • দুপুর ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘50 Years of Bangladesh-Thailand Friendship: Prospects and Way Forward’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  


নৌবাহিনীর যুদ্ধ জাহাজ প্রদর্শনী

  • বৃহস্পতিবার দুপুর ২টা মহান বিজয় দিবস উপলক্ষ্যে দুই দিনব্যাপী যুদ্ধ জাহাজ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ প্রদর্শনী আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জের পাগলা পাগলা নেভাল জেটি, চট্টগ্রামের নিউমুরিং নেভাল জেটি, খুলনার রকেট ঘাট, মোংলার দিগরাজ নেভাল বার্থ এবং বরিশালের বিআইডব্লিউটিএ ঘাটে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

 

Link copied!