এ দেশে মেয়েদের নিরাপত্তা কোথায়, প্রশ্ন আজহারীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১২:৫৬ পিএম
এ দেশে মেয়েদের নিরাপত্তা কোথায়, প্রশ্ন আজহারীর
মিজানুর রহমান আজহারী। ফাইল ফটো

সম্প্রতি দেশব্যাপী ধর্ষণ ব্যাপকভাবে বেড়ে গেছে। এই অবস্থায় ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছে ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

রোববার (৯ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এই আহ্বান জানান তিনি।

পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, “বাকরুদ্ধ বাংলাদেশ! পুরো জাতি যেন আজ স্তব্ধ! এ দেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা? ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায়বিচারের অভাবেই অপরাধীরা সাহস পায়।”

মিজানুর রহমান আজহারী আরও লিখেছেন, “দেশের আইন ও বিচারব্যবস্থা যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে উঠে, মূলত তখনই লম্পটগুলো ধর্ষণের সাহস করে। ক্ষমতার বলে ও আইনের ফাঁকফোকর মাড়িয়ে এরা সবসময় থাকে ধরাছোঁয়ার আড়ালে।”

মিজানুর রহমান আজহারী আরও লিখেছেন, “দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এসব ঘটনা বারবার ঘটবে। ধর্ষণের নজিরবিহীন শাস্তি নিশ্চিত হোক— এটাই আজ গণমানুষের দাবি।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!