নতুন নোট কবে থেকে পাওয়া যাবে, জানাল বাংলাদেশ ব্যাংক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৫:০৬ পিএম
নতুন নোট কবে থেকে পাওয়া যাবে, জানাল বাংলাদেশ ব্যাংক
নতুন টাকা। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাজারে নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ছাড়া আগামী ৩১ মার্চ থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে।

বুধবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদ উপলক্ষে বাজারে নতুন নোট ছাড়া হবে ৩১ মার্চ। সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ছাড়া নোট বিতরণ চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

Link copied!