• ঢাকা
  • রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারেক রহমান কবে দেশে ফিরছেন, জানালেন মির্জা আব্বাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৩:২৪ পিএম
তারেক রহমান কবে দেশে ফিরছেন, জানালেন মির্জা আব্বাস
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

মির্জা আব্বাস বলেন, “বিজয়ের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই। যেই মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে।”

এর আগে দুপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমানসহ সব আসামি। এরপরই তার দেশে ফিরে আসার ব্যাপারে এমন উক্তি করলেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!