• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

আলুর দাম কবে কমবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৬:৩৫ পিএম
আলুর দাম কবে কমবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা
আলু। ফাইল ফটো

বাজারে নতুন আলু এলে আগামী ১ মাসের মধ্যে দাম কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, “আলুতে চূড়ান্ত অস্থিরতা বিরাজ করছে। এ থেকে পরিত্রাণ পেতে চাই। নতুন আলু আসতে হয়ত ৪ সপ্তাহ লাগবে। আশা করছি, তিন সপ্তাহের মধ্যে আলুর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।”

সোমবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বর্তমান বাজার পরিস্থিতি প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, “আমরা যতই অ্যাকশন নিতে চাই। আমাদের অ্যাকশন একটাই আছে আমদানিকে সহজিকরণ।”

বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমরা আমদানিকে সহজিকরণ করেছি। আমদানি সহজিকরণ করার ফলে আমরা দেখেছি ভারত থেকে কিছু আলু আসছে। খুব বেশি আসেনি। এই মুহূর্তে এর থেকে ভালো কিছু করার সুযোগ নেই।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!