রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর আগমনের ক্ষণ গণনা চলছে। রোববার (৩০ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে বাংলাদেশ সরকারের জাতীয় চাঁদ দেখা কমিটি। এ দিন দেশে ১৪৪৬ হিজরি সনের ২৯ রমজান। তাই সন্ধ্যা থেকে ঈদের নতুন চাঁদ দেখার তথ্য চেয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানাবে জাতীয় কমিটি।
চাঁদ দেখা গেলে সোমবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর।আর যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে আরও একদিন রোজা রাখার সুযোগ পাবেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। সেই হিসেবে ঈদ হবে মঙ্গলবার (১ এপ্রিল)।
এদিকে সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রোববার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শনিবার (২৯ মার্চ) মক্কার সময় সন্ধ্যার পর এক বিবৃতিতে সৌদির সুপ্রিমকোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন এবং রবিবারকে আনুষ্ঠানিকভাবে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছে।