• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবে কমবে গরম, জানাল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১১:৩৮ এএম
কবে কমবে গরম, জানাল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে টানা বৃষ্টি হলেও কমছে না ভ্যাপসা গরম। এ পরিস্থিতি আরও দুদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার যশোরে দেশের সর্বোচ্চ ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ২২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, আগামী এক সপ্তাহ দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

তবুও সারা দেশে আজ রোববার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামীকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে পরদিন মঙ্গলবার (১ অক্টোবর) দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।    

Link copied!