• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টি কমলে জেঁকে বসবে শীত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩, ০৭:২১ পিএম
বৃষ্টি কমলে জেঁকে বসবে শীত
তাপমাত্রা ক্রমেই কমতে কমতে জেঁকে বসবে শীত

ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে রাজধানীসহ সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে ঘূর্ণিঝড়টি ক্রমেই শক্তি হারাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এর ফলে রোববার থেকে বৃষ্টি আর মেঘ কেটে যাবে। এরপরেই জেঁকে বসবে শীত।

আবহাওয়া বিভাগ বলছে, মিগজাউম এখন ভারতের উত্তর অন্ধ্র প্রদেশের দিকে সরে গেছে। আর গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে তার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া বিভাগের গত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকায় সকাল ছয়টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১০ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যশোরে ২৬ মিলিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের শহর তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বৃষ্টির এই ধারা শুক্রবারও থাকবে। শনিবার থেকে বৃষ্টি কমে আসবে। রোববার থেকে মেঘ কেটে যেতে পারে। এরপরই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে। তাপমাত্রা ক্রমেই কমতে কমতে জেঁকে বসবে শীত। 

Link copied!